ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

‘আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রয়োজনীয়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ২০:০৭, ২৭ ফেব্রুয়ারি ২০২২

‘আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রয়োজনীয়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ॥ 'চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবতায় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রয়োজনীয়তা' শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের কনফারেন্স হলে শনিবার(২৬ ফেব্রুয়ারি) আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আশরাফুল ইনসান ইভান এর উপস্থাপনায় বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি সৈয়দ আলমাস কবীর, বিবিএস এর সভাপতি শহীদ উল মুনির, অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, নর্দার্ণ বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি অধ্যাপক ড. নজরুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউট সোর্সিং (বাক্কো)’র সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, আমেরিকান বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট এক্সিলেন্স (এবিসিডিই) এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক কাজী রাকিব উদ্দিন আহমেদ প্রমুখ। বৈঠকের শুরুতেই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রজেক্ট ডিরেক্টর সোহাগ মিয়া আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রয়োজনীয়তা বিষয়ে বক্তাগণ আলোকপাত করেন। ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এর সিইও মনির হোসেন বলেন, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মকে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। হুইসেল এর চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ নিয়ে আমাদের প্রধান লক্ষ্য আইসিটি জ্ঞানকে একদম তৃনমূল পর্যায়ে পৌঁছে দেওয়া। ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এবং হুইসেলের উদ্যোগে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সারাদেশব্যাপী অনুষ্ঠিত হবে।
×