ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন গেইমিং মনিটর

প্রকাশিত: ০৬:২১, ২২ জুলাই ২০১৭

নতুন গেইমিং মনিটর

গেইম খেলতে মন চায় না এমন প্রাণ খুব কম পাওয়া যাবে। আর সেই রাজ্যে বিচরণ করতে করতে গেইমারদের নাওয়া খাওয়া থাকে সেটা আমাদের অনেকের জানা। কিন্তু গেইম খেলতে হলে পিসির যে আলাদা সেটআপ লাগে সেটা এখনকার সব গেইমারই জানেন। তা তো সাউন্ড, সিপিইউ আর মনিটর হতে হবে আলাদা। বিশ্বের জায়েন্ট কোম্পানি স্যামসাং নিরেট নির্ভেজাল গেইমারদের জন্য নিয়ে এসেছে আলাদা গেইমিং মনিটর। যেটার সব থেকে মজার বিশেষত্ব হলো হাইট আর এ্যাঙ্গেল। গেইমারদের মনের মতো করে বানানো হয়েছে এই মনিটর। কিউএলইডি গেইমিং মনিটরে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেইট এবং ১ এমএস রেসপন্ড টাইমের মতো ফিচার। মনিটরটি স্যামসাং অনুমোদিত ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস লিমিটেডের মাধ্যমে ঢাকায় উদ্বোধন করা হয়। মনিটরটি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন, হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ফিরোজ মোহাম্মদ, মনিটর বিজনেসের লিড বদিউজ্জামান অপু। উদ্বোধন অনুষ্ঠানে স্যামসাং স্যাংওয়ান ইউন বলেন, ‘একটি গেইম-এর প্রতিটি ক্ষুদ্র অংশের অভিজ্ঞতা অর্জনের জন্য গেইমাররা মনিটরে আরও উন্নত প্রযুক্তি প্রত্যাশা করেন।’ ‘আমি নিশ্চিত যে, এটি গেইমিং জগতে একটি নতুন ধারা স্থাপন করবে।’ স্যামসাং কিউএলইডি মনিটর দুটির মূল্য যথাক্রমে ৩৮ হাজার ৫০০ টাকা এবং ৪৯ হাজার ৫০০ টাকায়। তিনটি সাইজের দুটি ‘এক্সক্লুসিভ’ মডেলের মনিটর খুব শীঘ্রই বাংলাদেশে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বদিউজ্জামান অপু। আইটি ডটকম ডেস্ক
×