
গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা ও পথসভা চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গাজীপুরের মাওনায় আয়োজিত এক পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করা হবে।” ধর্ম ও রাষ্ট্রনীতি নিয়ে দলটির বক্তব্য স্পষ্ট করে তুলে ধরেন তিনি।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, জুলাই মাসজুড়ে দেশের প্রতিটি জেলায় চলছে তাদের ‘গণঅভ্যুত্থান’ কর্মসূচি। এরই অংশ হিসেবে টাঙ্গাইল, গাজীপুরসহ বিভিন্ন জেলায় পদযাত্রা ও পথসভা আয়োজন করা হয়েছে।
টাঙ্গাইলে অনুষ্ঠিত পথসভায় নাহিদ ইসলাম বলেন, “ধর্ম অবমাননা বা নবীজিকে কটূক্তি করা হলে তার যথাযথ বিচার অবশ্যই আইন অনুযায়ী হওয়া উচিত। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধর্মাবলম্বীর ওপর হামলা হলে তা কখনোই মেনে নেওয়া হবে না।”
টাঙ্গাইলের শামসুল হক তরুণ এলাকা থেকে এনসিপির পদযাত্রা শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড়ে শেষ হয় এই কর্মসূচি। পথসভায় বক্তব্য রাখেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “নতুন বাংলাদেশে চাঁদাবাজদের একটি পরিচয়-তারা চাঁদাবাজ। যারা তাদের রক্ষা করবে, তারাও সমান অপরাধী।”
সারজিস আলম আরও বলেন, “আমরা চাঁদাবাজদের কোনো দলীয়, ব্যক্তিগত বা রাজনৈতিক প্রটেকশন দেখতে চাই না। কেউ যদি তাদের নিরাপত্তা দেয়ার চেষ্টা করে, তবে তাকেও চাঁদাবাজের চাঁদার ভাগীদার হিসেবে বিবেচনা করা হবে।”
পথসভা শেষে গাজীপুরের মাওনায় পৌঁছায় এনসিপির গাড়িবহর। সেখানে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করব। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এখনো বাস্তবায়নের পথে রয়েছে। সেই লক্ষ্যেই আমরা লড়াই করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমাদের লড়াই শেষ হয়নি। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা ৬৪ জেলাতেই যাব। সেখানে জনগণকে সংগঠিত করব এবং ঘোষণা করছি, দেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিবদের বিতাড়িত করব।”
সবশেষে গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ী এলাকায় এনসিপি নেতারা আরেকটি পথসভায় অংশ নেন।
আফরোজা