
ছবি: সংগৃহীত
তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এক অনুপ্রেরণাদায়ক মুখ, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মির্জা গালিব। সম্প্রতি তাঁর ছাত্রজীবনের একটি বক্তব্য ভাইরাল হয়েছে, যা তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ভিডিওটিতে ড. গালিব বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও সম্ভাবনা নিয়ে গভীর আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আগামী ২০ বছরের মধ্যেই বর্তমান ইয়াং জেনারেশন এই দেশের নেতৃত্বে আসবে। আমরা কেন আমাদের ডেভেলপমেন্ট করতে পারব না? কেন করাপশন আর ব্যর্থ রাজনীতির কাছে বারবার হার মানতে হবে?”
ড. গালিব মনে করেন, স্বাধীনতার পরবর্তী প্রজন্ম যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তারা ব্যর্থ হয়েছে। এখন সময় এসেছে তরুণদের এগিয়ে আসার। তিনি বলেন,
“আমরা আশাবাদী—যদি এই প্রজন্ম সততা, দেশপ্রেম ও দক্ষতা নিয়ে এগিয়ে আসে, তাহলে তারা এমন একটি বাংলাদেশ গড়তে পারবে, যে বাংলাদেশ হবে আত্মমর্যাদাসম্পন্ন, উন্নত, ও বৈশ্বিকভাবে সম্মানিত।”
তিনি আরও বলেন,“এই সোনার সন্তানরা যদি দেশকে ভালোবাসে, নিজেদের যোগ্যতা দিয়ে বিশ্বে টিকে থাকে, তাহলে আমরাও আশা করতে পারি—বাংলাদেশ আর দরিদ্র রাষ্ট্র হিসেবে নয়, বরং সম্মানজনক উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।”*
বক্তব্যের এক পর্যায়ে তিনি মুক্তিযুদ্ধ ও ব্রিটিশবিরোধী আন্দোলনের কথা স্মরণ করে বলেন,
“যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা লড়েছিলেন, যে স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করবে আজকের তরুণরাই। আমরা বিশ্বাস করি, এই প্রজন্মের হাত ধরেই বাস্তবায়িত হবে একটি উন্নত, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ।”
ড. গালিবের এই বক্তব্য ইতিমধ্যে তরুণদের মধ্যে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্য তরুণ সমাজের মধ্যে নতুন করে স্বপ্ন দেখার সাহস এবং দায়িত্ববোধ তৈরি করছে।
ছামিয়া