ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

জাতীয় ঐক্যের আহ্বান জামায়াতে আমিরের: “সমালোচনায় শালীনতা ও দায়িত্বশীলতা জরুরি”

প্রকাশিত: ১৪:৫৪, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ১৪:৫৬, ১৩ জুলাই ২০২৫

জাতীয় ঐক্যের আহ্বান জামায়াতে আমিরের: “সমালোচনায় শালীনতা ও দায়িত্বশীলতা জরুরি”

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন বেদনাদায়ক ও উদ্বেগজনক ঘটনার প্রেক্ষিতে জাতীয় ঐক্য ও সংযত আচরণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সমাজজীবনে ঘটে চলা অশান্ত ও বেদনাদায়ক ঘটনাগুলোর দায়ভার কোনো একক ব্যক্তি বা পক্ষের নয়। বরং সরকার, রাজনৈতিক দল, এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—সকলকেই সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য।

 

 

তিনি লেখেন, “স্পর্শকাতর সময়ে ন্যূনতম জাতীয় ঐক্যের জায়গা তৈরি হওয়া একান্ত প্রয়োজন।”

মতপ্রকাশের স্বাধীনতাকে তিনি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিলেও সেই অধিকার চর্চার ক্ষেত্রে শালীনতা ও যুক্তিনির্ভরতা বজায় রাখার ওপর জোর দেন। তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ হোক সংযত ভাষায়, আর সমালোচনা হোক তথ্য ও যুক্তির ভিত্তিতে।

ডা. শফিকুর রহমান সতর্ক করে বলেন, ব্যক্তি বা দলের চরিত্রহননের মতো আচরণ কখনোই কাম্য নয় এবং তা সমাজে আরও বিশৃঙ্খলা ও বিভেদের জন্ম দেয়।

 

 

তিনি সকলকে সংযত, সাবধানী এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, “এই ধরনের আচরণ সমাজজীবনে কেবল বিশৃঙ্খলা, বিষোদগার ও অনৈক্যের বীজ বপন করবে।”

পোস্টের শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন সবাইকে এই বাস্তবতাটি উপলব্ধি করার তাওফিক দেন।

ছামিয়া

×