ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সিলেট বিভাগের ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিশ

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ২২:৪১, ১১ জুলাই ২০২৫

সিলেট বিভাগের ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিশ

ছবিঃ সংগৃহীত

সিলেট বিভাগের ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিশ।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান।

ঘোষিত তালিকা অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা হলেন— সিলেট-১ আসনে খেলাফত মজলিশের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর খেলাফত মজলিশের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান; সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী; সিলেট-৩ আসনে সিলেট জেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন; সিলেট-৪ আসনে দলটির কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতী আলী হাসান উসামা; সিলেট-৫ আসনে জেলা খেলাফতের উপদেষ্টা মুফতী আবুল হাসান; সিলেট-৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফতের সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

সুনামগঞ্জ-১ আসনে খেলাফতের দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী সিলেট জেলা খেলাফত মজলিশের সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী; সুনামগঞ্জ-২ আসনে সুনামগঞ্জ জেলা খেলাফতের সিনিয়র সহ-সভাপতি সাখাওত হোসেন মোহন; সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর খেলাফতের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ; সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ-সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম; এবং সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহ-সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির খেলাফতের প্রার্থী হিসেবে দেয়ালঘড়ি প্রতীকে লড়বেন।

মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিশের প্রার্থী মনোনীত হয়েছেন কাতার শাখা খেলাফত মজলিশের সহ-সভাপতি মাওলানা লুকমান আহমদ; মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন; মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল এবং মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।

হবিগঞ্জ-১ আসনে খেলাফত মজলিশের প্রার্থী মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ূম জাকি; হবিগঞ্জ-২ আসনে আমীরে মজলিশ মাওলানা আবদুল বাসিত আজাদ; হবিগঞ্জ-৩ আসনে হবিগঞ্জ জেলা খেলাফতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী; হবিগঞ্জ-৪ আসনে দলীয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের খেলাফত মজলিশের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

প্রার্থীদের নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের আমীর মাওলানা আবদুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা. এ. এ. তাওসীফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

ইমরান

×