
ফ্যাসিবাদী হত্যাকারী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও তার আত্বীয় স্বজন ও নেতা কর্মীদের কেউ হিট করে দেশ ত্যাগ করে যায়নি বরং তাদের পাপের ভোজা ভারি হওয়ার কারনে আমাদের ও ছাত্র জনতার মিছিল দেখেই প্রান ভয়ে দেশ ছেড়ে সকলকে নিয়ে পালিয়ে গেছেন।
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা পৌর বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক বক্তব্যে এ কথা বলেছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন।
শুক্রবার ১১ জুলাই বিকালে সোনারগাঁও উপজেলা পৌর বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি সাবেক এমপি গিয়াসউদ্দিন আরো বলেন, নারায়ণগঞ্জ তথা সোনারগাঁও সিদ্ধিরগঞ্জে কোন ধরনের চাদাবাজ, সন্ত্রাসের ও মাদক কারবারি রাখা যাবে না। সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
যুবদল নেতা শাহআলম মুকুল বলেন, আজ থেকে আমাদের পুরোনো প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হলো।কোন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোষর যেনো সদস্য না হতে পারে সেদিকেও লক্ষ্য রাখার জন্য নেতা কর্মীদের কঠোর নির্দেশ দেয়া হলো।
সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহআলম মুকুল, সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রমজান আলী সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান বিএনপি নেতা হোসেনআলী, যুবদল নেতা আমির হোসেন,মাসু ভুইয়া, আমিন হোসেন, সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংঘঠের নেতা কর্মীরা।
আঁখি