ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

হীরা আহমেদ জাকির, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৯:৫০, ৩০ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বুধবার (৩০ জুলাই) দুপুরে জেলা সদরের ভাদুঘর এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহআলম। 
তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। পাশাপাশি অবৈধ সংযোগ চিহ্নিতকরণ এবং বকেয়া বিল আদায়ে টিম ধারাবাহিকভাবে কাজ করছে।

তিনি আরও জানান, অবৈধ সংযোগবিরোধী এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

অন্যদিকে, স্থানীয় কিছু বাসিন্দা তাদের সংযোগ বৈধ বলে দাবি করে পুনরায় সংযোগ চালু করার অনুরোধ জানান।

রাজু

×