
ছবিঃ সংগৃহীত
এনসিপি দাঁড়ায়া গেলে যাদের রাজনীতি নাই হয়ে যাবে, তারা কখনোই চাইবে না এনসিপি দাঁড়াক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।
সোমবার (৫ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি বলেন, ইসলামিস্টরা চায় এনসিপি ধর্ম প্রশ্নে কট্টর অবস্থান নিক, লিবারালরা চায় এনসিপি ইসলামবিদ্বেষের প্রচলিত ধারা জারি রাখুক। কিন্তু এনসিপি চায় সবাইকে তার তার মতো রেখে যত মত ততো পথের একটি বাংলাদেশ গড়ে উঠুক। বাংলাদেশে চরম ইসলামবিদ্বেষ ও চরম সেকুলার বিদ্বেষের চর্চা বন্ধ হোক।
তিনি আরও উল্লেখ করেন, নাগরিক হিসেবে সবাই তাদের নিজেদের চিন্তা ও ধ্যান-ধারণা নিয়ে সমাজে বিরাজ করুক। এটাই আবহমান বাংলার সামাজিক ধারা, এই ধারার বাইরে যারাই গিয়েছে তারাই জনবিচ্ছিন্ন হয়েছে।
এনসিপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এনসিপির কর্মী সমর্থকদের বলতে চাই, ধর্মের আবরণে অনলাইনে অফলাইনে এনসিপি বিদ্বেষকে পাত্তা দিয়েন না। ওরা আপনাকে তর্কে রেখে আসল কাজটা করতে দিতে চায় না যা করলে এনসিপি দাঁড়াবে। এনসিপি দাঁড়ায়া গেলে যাদের রাজনীতি নাই হয়ে যাবে তারা কখনোই চাইবে না এনসিপি দাঁড়াক। তাই এদেশের নরম মাটি ও সরল বিশ্বাসী মানুষের উদারতাই এনসিপির আদর্শিক ভিত্তি যার উপর আমাদের কাজ করে যেতে হবে।
ইমরান