ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়া আসছেন কাল সকাল ১০টায়, নেতাকর্মীদের রাস্তায় ভিড় না করার আহ্বান ফখরুলের

প্রকাশিত: ১৮:৫৭, ৫ মে ২০২৫; আপডেট: ১৮:৫৭, ৫ মে ২০২৫

খালেদা জিয়া আসছেন কাল সকাল ১০টায়, নেতাকর্মীদের রাস্তায় ভিড় না করার আহ্বান ফখরুলের

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সোমবার (লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে) একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তাকে স্বাগত জানাতে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, গুলশানের ‘ফিরোজা’ বাসভবনকে প্রস্তুত রাখা হয়েছে খালেদা জিয়ার আগমনের জন্য। বাসার প্রতিটি কক্ষ পরিষ্কার করা হয়েছে, আঙিনা সাজানো হয়েছে টবের ফুলগাছ দিয়ে। নিরাপত্তা নিশ্চিতে পালাক্রমে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্য ও চেয়ারপারসনের নিরাপত্তা বাহিনী (সিএসএফ)।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “ম্যাডামের বাসা পুরোপুরি প্রস্তুত। বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য সেবা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ম্যাডামের স্বজনরাও সব তদারকি করেছেন। এখন আমরা তার আগমনের অপেক্ষায়।” 

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার জন্য রাজকীয় বহরের বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেন। ওই বিমানে করেই তিনি গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। সেই বিমানেই তিনি দেশে ফিরছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টায় খালেদা জিয়াকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তিনি বলেন, “আমরা আশা করছি তিনি সময়মতোই পৌঁছাবেন।”

মির্জা ফখরুল বলেন, 'পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই, তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। যারা ট্রাফিকের সঙ্গে জড়িত আছেন তাদের প্রতি।'

এসএসসি পরীক্ষার্থীদের অসুবিধা যাতে না হয়, সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাছে আমি আবেদন রাখতে চাই, কেউ যেন রাস্তায় না দাঁড়ান, ট্রাফিক বিঘ্নিত না করেন, পরীক্ষার্থীরা কেন্দ্রে যেতে যেন বাধায় না পড়ে, সেই ব্যাপারে সবাইকে নজর রাখতে হবে। আমরা সবাই মিলে যথা সাধ্য চেষ্টা করব যাতে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে কোনো অসুবিধা না হয়।

খালেদা জিয়া তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন। ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, “তিনি আগের চেয়ে অনেকটা ভালো আছেন। যাত্রার পথে দোহায় বিরতি রয়েছে। স্থানীয় সময় রাত আড়াইটায় দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।”

তিনি আরও জানান, খালেদা জিয়াকে হিথ্রো বিমানবন্দরে নিয়ে যাবেন তারেক রহমান, যিনি নিজেই গাড়ি চালিয়ে বিমানবন্দরে পৌঁছে দেবেন মাকে।

প্রসঙ্গত, খালেদা জিয়া ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। প্রথম ১৭ দিন তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি ছিলেন। এরপর থেকে তার ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

আসিফ

×