
ছবিঃ সংগৃহীত
বিএনপি প্রয়োজনে আবারও আন্দোলন করবে বলে মন্তব্য করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম। রাজধানীর নিউমার্কেট থানা বিএনপি ও ১৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে পরিচ্ছন্নতা অভিযান ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি পালন করা হয়েছে শুক্রবার (২ মে) সকাল ১০টার দিকে। এ কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বলতে পারেন যে আপনারা কিছু করতে পারেন নাই। গত ১৭ বছর ধরে আমরা গাছের গোড়ার শিকর কেটে কেটে সেই গাছকে দুর্বল করে ফেলছি। হঠাৎ করে মনে করেন কেউ এসে অন্য গাছ থেকে লাফ দিয়ে যখন গাছটা পরে যায় তখন আপনারা বলবেন ওরা লাফ দিয়েছে দেখে গাছটা পরে গেছে তা না।
তিনি আরো বলেন, বিএনপি এবং গণতান্ত্রিক অভিযাত্রায় ১৭ বছর যে সমস্ত রাজনৈতিক দল ও নেতাকর্মীরা ছিলেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, অন্যায় অত্যাচার, নির্যাতন, দেশ থেকে টাকা পাচার সমস্ত কিছুর উপর ভিত্তি করে সরকারের যে পচন ধরে গিয়েছিল শিকরে, সামান্য একটু ধাক্কায় জুলাই-আগস্টে সেটা পরে গেছে।
বিএনপির এই নেতা বলেন, মনে করবেন না যে, বিএনপি আন্দোলন করতে পারে না বা ভুলে গেছে। আমরা প্রয়োজনে আবার আন্দোলন করব। দেশের জনগণকে নিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব।
রিফাত