
ছবি: সংগৃহীত
শুক্রবার (২ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওইদিন রাতে দলটির নেতা আলাউদ্দিন মুহাম্মদ নিজের ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘নাহিদ ইসলাম আল্লাহর দেওয়া উপহার। আমি আবারো বলতে চাই, আপনি এই তরুণ প্রজন্মের মহানায়ক।’
গতকাল সমাবেশে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে আলাউদ্দিন মুহাম্মদ বলেন, ‘সমাবেশে সবচেয়ে ছোট্ট বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, এক বক্তব্যে সবচেয়ে বেশি মেসেজ দিয়েছেন আখতার হোসেন আর হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।’
‘অসাধারণ বক্তব্যের পর নাহিদ ইসলাম স্লোগানে স্লোগানে নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন’ বলে জানান আলাউদ্দিন মুহাম্মদ। তিনি লেখেন, ‘আপনার জন্য প্রযোজ্য: তোমরা আমাকে একটা কার্যকরী টিম দাও, আমি বাংলাদেশকে আমূল বদলে দেব।’
এছাড়া, ফেসবুক পোস্টে তিনি জানান, ‘আমাদের দরকার তাকে আগামীর জন্য প্রস্তুত করার রাজনৈতিক পরিবেশ তৈরি করে দেওয়া।’
সূত্র: https://www.facebook.com/share/16LHWhvoqc/
রাকিব