ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

অবশেষে ভাঙা হলো দশানী নদীর সেই বাঁধ

সংবাদদাতা, বকশীগঞ্জ, জামালপুর

প্রকাশিত: ২১:৩২, ৩ মে ২০২৫

অবশেষে ভাঙা হলো দশানী নদীর সেই বাঁধ

দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন ও বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত দশানী নদীতে পাল্টাপাল্টি নির্মিত দুটি বাঁধ অবশেষে  ভেঙে ফেলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জের খরপাপাড়া ও বকশীগঞ্জের আইরমারী এলাকায় নির্মিত বাঁধ দুটি অপসারণ করা হয়। এতে করে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কৃষক ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দশানী নদীর দুই পাড়ে পৃথকভাবে নির্মিত দুটি বাঁধের কারণে নদীর স্বাভাবিক পানি প্রবাহসহ গতিপথ বাধাগ্রস্ত হয়ে পড়ে। এ কারণে  সৃষ্টি হয় কৃত্রিম জলাবদ্ধতা ও বন্যা, তলিয়ে যায় শত শত একর জমির কাঁচা-পাকা ফসল। এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছায়। বাঁধ অপসারণ নিয়ে দুই উপজেলাবাসীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে প্রশাসন হস্তক্ষেপ করে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  নকিবুজ্জামান খান জানান, স্থানীয়দের সঙ্গে কয়েক দফা আলোচনা শেষে বাঁধ দুটি ভেঙে ফেলা হয়। এতে বেশ কয়েকটি গ্রামের মানুষ এখন স্বস্তিতে আছেন। জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, নদীতে পাল্টাপাল্টি বাঁধের বিষয়টি জানার পর দুই পক্ষকে নিয়ে সভা করি। পরে সবাই সম্মত হওয়ায় প্রশাসনের তত্ত্বাবধানে বাঁধ দুটি অপসারণ করা হয়েছে।

প্যানেল

×