ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বোরোর মরা শীষ দুশ্চিন্তায় কৃষক

সংবাদদাতা, নালিতাবাড়ী, শেরপুর

প্রকাশিত: ২১:২৯, ৩ মে ২০২৫; আপডেট: ২২:১৮, ৩ মে ২০২৫

বোরোর মরা শীষ দুশ্চিন্তায় কৃষক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও, নন্নী, নয়াবিল, বাঘবের, রামচন্দ্রকুড়া, নালিতাবাড়ী ও কাকরকান্দি ইউনিয়নের চলতি বোরো আবাদের বিস্তীর্ণ এলাকার ফসলের মাঠে ব্যাপক মাজরা পোকার আক্রমণের কারণে ধানখেত থেকে মরা শীষ বের হচ্ছে। এতে চিটা হয়ে ধানের ফলন কম হওয়ার আশঙ্কা কৃষকের। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারের বোরো আবাদে নালিতাবাড়ী উপজেলায় ২৩ হাজার ১৩৩ হেক্টর জমিতে ধান রোপণ করেছেন কৃষক। আবাদাও মোটামুটি ভালো হয়েছে। তবে এই উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের মধ্যে প্রায় ৭টি ইউনিয়নের ফসলের মাঠে এই মাজরা পোকার আক্রমণ লক্ষ্য করা গেছে। কৃষি বিভাগ এ বছর নালিতাবাড়ী উপজেলা থেকে একই গ্রুপের কীটনাশক ১৬টি কোম্পানির নমুনা ল্যাব টেস্টের জন্য ঢাকায় পাঠায়। ল্যাব টেস্টে কোনো কোম্পানির কীটনাশকে ভেজাল পাওয়া গেলে নালিতাবাড়ীসহ সারাদেশে ওই কোম্পানির কীটনাশক বাজারে সরবরাহে নিষিদ্ধ করা হবে। সরেজমিন পরিদর্শনে গেলে উপজেলার বারোমারী আন্ধারুপাড়া এলাকার কৃষক কিতাব আলী, হাবিল উদ্দিন, বাদল মিয়া ও ফেরদৌস আলমসহ কয়েকজন জানান, তারা তাদের বোরো ধানখেতে প্রয়োজন মতো ডিএপি, এমওপি, ইউরিয়া, কীটনাশক, ভিটামিন ও ছত্রাকনাশক প্রয়োগের পরেও এখন মরা শীষ বের হচ্ছে। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, কয়েকটি ইউনিয়নের ধানখেতে মরা শীষ বের হচ্ছে। এটি মূলত মাজরা পোকার আক্রমণের কারণে এমন হয়েছে। এতে ফলন কম হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি মরা শীষ একরে শতকরার ৫ ভাগের বেশি বের হয় তা হলে ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে।

প্যানেল

×