ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

এনসিপির সমাবেশে সারজিসের প্রশ্ন, আ. লীগ খুনিদের দল কি না, শেখ হাসিনার ফাঁসি চাই কি না

প্রকাশিত: ২২:৫৭, ২ মে ২০২৫; আপডেট: ২২:৫৮, ২ মে ২০২৫

এনসিপির সমাবেশে সারজিসের প্রশ্ন, আ. লীগ খুনিদের দল কি না, শেখ হাসিনার ফাঁসি চাই কি না

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এনসিপির সমাবেশে উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশে প্রশ্ন করেছেন, পতিত আওয়ামী লীগ খুনিদের দল কি না, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি চাই কি না।

শুক্রবার (২ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে অনুষ্ঠিত এনসিপির সমাবেশে তিনি এসব প্রশ্ন করেন।

পতিত আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এ সমাবেশের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর।

সমাবেশে সারজিস আলম বলেন, ‘আজ থেকে ৯ মাস আগে আমরা হাত উঁচু করে আওয়ামী লীগ নিষিদ্ধের রায় দিয়েছিলাম। ঠিক তখন থেকে আজ নয় মাস পরে এই বাইতুল মোকাররমের সামনে বাংলাদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রায় দেবে।’

হাত মুষ্টিবদ্ধ করে উঁচু করতে বলে সারজিস উপস্থিত সবার উদ্দেশে প্রশ্ন করেন, ‘আপনারা বলবেন, এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না? এই আওয়ামী লীগ শাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না? এই আওয়ামী লীগ জুলাই গণহত্যা ঘটিয়েছে কি না, দেড় হাজারের অধিক ভাইকে শহীদ করেছেন কি না?’

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আরও বলেন, ‘এই আওয়ামী লীগ খুনিদের দল কি না? তাহলে এই খুনিদের দল আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না?’

এছাড়া, ‘আওয়ামী লীগ যতদিন না নিশ্চিহ্ন হচ্ছে, আমাদের এই যুদ্ধ ততদিন চলবে’ বলে জানান তিনি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=M3Wi_ALjdHE&t=5s

রাকিব

আরো পড়ুন  

×