ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ: তারেক রহমান

প্রকাশিত: ২২:০৩, ২ মে ২০২৫

স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ: তারেক রহমান

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে পলাতক স্বৈরাচার ও তার সহযোগীদের পুনর্বাসনের পথ তৈরি করা হচ্ছে।

শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো যাঁরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে কথা বলছেন, তাঁদের উদ্দেশ্যে আমি বলতে চাই—তাঁরা হয়তো বুঝতে পারছেন না যে, এটি আসলে লুটপাট ও দুর্নীতির শত শত কোটি টাকা হাতে থাকা সেই অপশক্তির পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে।

তিনি বলেন, সারাদেশে ছড়িয়ে থাকা পলাতক স্বৈরাচারের দোসররা এখন স্থানীয় নির্বাচনের দোহাই দিয়ে সংগঠিত হওয়ার ও বৈধতা পাওয়ার জন্য অপেক্ষা করছে। তাই আমি অনুরোধ করব, বিষয়টিকে শুধুমাত্র একটি নির্বাচন হিসেবে না দেখে বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার আলোকে বিবেচনা করুন।

তারেক রহমান আরও বলেন, এই নির্বাচন যেন গণতন্ত্রবিরোধী শক্তির পুনর্জাগরণের হাতিয়ার না হয়ে ওঠে, সে বিষয়ে সব গণতান্ত্রিক দলকে সচেতন থাকতে হবে।

আরো পড়ুন  

×