
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, যে যত বড় তার দাায়িত্ব তত বেশি। যে বড় জায়গায় আছে তার তত বেশি কাজ করার সুযোগ আছে। এছাড়া, বড় রাজনৈতিক দলগুলোর উদ্দ্যেশে তিনি বলেন, ৫ আগষ্ট ফ্যাসিবাদী হাসিনার পতনের পর আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখতে হবে।
শুক্রবার (২ মে) বিকেলে বিসিক এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর আরও বলেন, ‘কোনো দল যদি মনে করে আমরা একাই একশ, আমরা একাই সরকারকে নিয়ন্ত্রণ করবো, আমরাই সব হতাকর্তা, তাদেরকে বলবো, আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন। এদেশের মানুষ কাউকে পরোয়া করে না। বিগত ১৬ বছরের হাসিনার দানবীয় শাসন হটাতে এদেশের ছাত্র-জনতা-শ্রমিক-খেটে খাওয়া সাধারণ মানুষ রাজপথে বুক পেতে দিয়েছে। আগামীতে তারা নতুন করে এদেশে কোন ফ্যাসিবাদ তৈরি হতে দেবে না।’
নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শেখ সাব্বির হোসেন রাজের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক ও মুখপত্র ফারুক হাসান, কেন্দ্রীয় নেতা ওয়াহিদুর রহমান মিল্কি, আবুল খায়ের শান্ত, জেলা গণআধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিয়ান শিপন ও সাংগঠনিক সম্পাদক তুহিন আহমেদ জয়সহ অনেকে।
নুরুল হক নুর বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পর আমরা যে চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথা বলছি তা নারায়ণগঞ্জসহ সারাদেশে কোথাও চাঁদাবাজি, দখলবাজি রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হয়নি। এগুলো যদি চলতে থাকে তবে কেন আবু সাঈদ, মুগ্ধসহ দুই সহস্রাধিক মানুষ জীবন দিলো? কেন ৩০ হাজারের বেশি ছাত্র-জনতা আহত-পঙ্গত্ব বরণ করলো? সেই প্রশ্নের জবাব কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দকে দিতে হবে।’
রাজনৈতিক দলগুলো বিগত ১৬ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করলেও সাধারণ মানুষ তাদের ডাকে সাড়া দেয়নি বলে জানান নুর। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডে মানুষের মনে সন্দেহ ও সংশয় তৈরি হয়েছে। ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানের মাধ্যমে ফ্যাসিবাদেরে পতনের পর যে পরিবর্তন এসেছে, যে কল্যাণকর রাষ্ট্র তৈরির আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা আমাদের বাস্তবায়ন করতে হবে।’
নুর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর বাইরে গণঅধিকার পরিষদ রাজনীতিতে পরির্বতনের আহ্বান জানিয়ে মানুষকে রাজনীতিতে আহ্বান করেছে’। সেজন্য অল্প সময়ের মধ্যে সারাদেশে বিভিন্ন পাড়া-মহল্লায় ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষসহ গণঅধিবার পরিষদের একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
মোঃ খলিলুর রহমান/রাকিব