ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

আমরা একটা নতুন সংবিধান চাই: আখতার হোসেন

প্রকাশিত: ১৬:২১, ২৩ জানুয়ারি ২০২৫

আমরা একটা নতুন সংবিধান চাই: আখতার হোসেন

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা একটা নতুন সংবিধান চাই। সেখানে যেই ক্ষমতায় থাকুক  হাসিনার মত স্বৈরাচার, ফ্যাসিবাদী ও জুলুমবাজ যেন হতে না পারে তা উল্লেখ থাকতে হবে।  নতুন সংবিধানে যেন জবাবদিহিতার বিষয় থাকে। 

বৃহস্পতিবার নিজ এলাকা কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আঞ্চলিক ভাষায় এ কথা বলেন তিনি। এ সময় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। 

তিনি বলেন, ‘শেখের বেটি হাসিনা ধুমধাম করিয়া একটা পদ্মা সেতু বানেয়া ৭৮ টা সেতুর বানার টাকা তার লোকজনসহ বিদাশোত পাচার করছে। সে টাকা গুলা যদি দেশোত থাকিল হয় তা হইলে হামার বাড়ির পাশোত মানাষ নদীত এবং দেশের ছোট ছোট নদীত মেলাগুলা সেতু বানা যাইতো। কিন্ত উন্নয়নের নামে পদ্মা সেতু বানার নামে টাকা মারি দিয়া বিদাশোত পাচার করছে’।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেছে কিন্তু দেশের মানুষ ভালো নাই, তারা অনেক কষ্টে আছে। দেশের বিচার বিভাগ স্বাধীন নাই। জজ, বিচারোকরা স্বাধীনভাবে বিচার করতে পারেনা, এজন্য নতুন আইন করা লাগবে। আগের যে সংবিধান আছে তাতে হাসিনার মত স্বৈরাচার, ফ্যাসিবাদী জুলুম বাজ হবে।

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও কাউনিয়ার টেপা মধুপুর ইউনিয়নের তিস্তা পারে ইকোনমিক জোন প্রতিষ্ঠায় তিনি প্রচেষ্ঠা চালাবেন।  কেউ যদি ৮ শতক জমি দিতে পারেন তাহলে তিনি সরকারের কাছ থেকে বরাদ্দ এনে কমিউনিটি ক্লিনিক করে দেওয়ার প্রচেষ্ঠা চালাবেন। 

শিহাব

আরো পড়ুন  

×