
একটি শিশুর জন্মের পর নিজ দেশকে বিশ্বের কাছে আইনগতভাবে স্বীকৃতি দেওয়ার একমাত্র মাধ্যম জন্ম নিবন্ধন। প্রতিটি শিশু ও বয়স্কদের এটি একটি নাগরিক অধিকার। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জন্ম নিবন্ধন করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রার্থীরা। রংপুর জেলার পীরগাছা উপজেলার ৫নং ছাওলা ইউনিয়নে প্রায়ই দেখা যায় জন্ম নিবন্ধনের নামে চলে জনভোগান্তি, যা নাগরিক সেবায় তৈরি করেছে এক জনদুর্ভোগ। সেবা প্রদানে দীর্ঘসূত্রতা, ইউনিয়ন পরিষদের দায়িত্বরত সদস্যদের দায়িত্ব পালনে যথাযথ মনোযোগী না হওয়ায় তৈরি হয় জন্ম নিবন্ধনে নানান ত্রুটি। ব্যক্তির নাম ,জন্ম তারিখ, জন্ম সাল এবং সনদের বিভিন্ন অংশে ত্রুটির কারণে নিবন্ধন প্রার্থীদের নিবন্ধন পেতে পড়তে হয় চরম বিড়ম্বনায়। দালাল চক্রের আধিপত্যে বাল্যবিবাহকে বৈধকরণে বয়স পরিবর্তনের মাধ্যমে অসাধু কর্মকর্তাদের হাতে কিছু টাকা তুলে দিলেই জন্ম সনদ পাওয়ার মতো ঘটনা ঘটে। ত্রুটিপূর্ণ জন্ম সনদ নানান জটিলতার মধ্য দিয়ে সংশোধনের পর তৈরি হয় ইউনিয়ন কর্মকর্তাদের কাছে সনদের বৈধতা নেওয়ার জন্য সিল, স্বাক্ষর কর্মসূচি যা আরেকটি জনভোগান্তি। অনেক সময় জন্ম সনদে স্বাক্ষর সিল নিতে ইউনিয়ন চেয়ারম্যান ও কর্মকর্তাদের পিছনে ঘুরতে হয় দিনের পর দিন। যা নাগরিক সেবায় চরম ভোগান্তির তৈরি করেছে। ৫নং ছাওলা ইউনিয়নবাসীর এই ভোগান্তির নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। এর জন্য চাই আইনের যথাযথ প্রয়োগ।
মো. মাহমুদুল হাসান, ঢাকা
প্যানেল