ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

ঐতিহ্যবাহী মৃৎশিল্প রক্ষা করা জরুরি

নাফিস আহমেদ

প্রকাশিত: ২০:৩৮, ৬ নভেম্বর ২০২৪

ঐতিহ্যবাহী মৃৎশিল্প রক্ষা করা জরুরি

মৃৎশিল্প রক্ষা করা জরুরি

পৃথিবীতে মানবসভ্যতার প্রাচীন শৈল্পিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হলো মৃৎশিল্প। এটা বাঙালিরও আবহমান গ্রাম-বাংলার হাজার বছরের ঐতিহ্য বহন করে। ‘মৃৎ’ বলতে মৃত্তিকা বা মাটিকে বোঝানো হয় এবং ‘শিল্প’ বলতে দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে তৈরি এমন জিনিসকে বোঝায়, যা নান্দনিক সৌন্দর্য বহন করে। অর্থাৎ, মৃৎশিল্প বলতে মাটি দিয়ে তৈরি অনিন্দ্যসুন্দর কারুকার্যপূর্ণ চমৎকার কোনো সৃষ্টিকর্মকে বোঝায়। মূলত এঁটেল মাটি ও কাদামাটির সাহায্যে শৈল্পিক রূপ দিয়ে তৈরি করে আগুনে পুড়িয়ে আকার লাভ করে মৃৎশিল্প।
বাঙালির কালজয়ী ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে আমাদের মৃৎশিল্প। বহুদিন ধরে হিন্দু কুমার পালরা (যাদের কুমোর বলা হয়) এই শিল্প টিকিয়ে রাখতে অবদান রেখে আসছে। তবে এখনকার সময়ে মুসলমানরাও এক্ষেত্রে ভূমিকা রাখছে। এখনো দেশের বিভিন্ন জেলায় মৃৎশিল্প তৈরি হচ্ছে। যেমনÑ কুমিল্লার বিজয়পুরে মৃৎশিল্প সমিতি আছে। সেখানে  অনেক মানুষ প্রতিনিয়ত কাজ করছে এবং অত্যন্ত চমৎকার ও বিচিত্র সব শিল্পকর্ম তৈরি করছে, যা দেশের গণ্ডি পেরিয়ে গেছে।

সেখানকার শিল্পকর্ম দর্শককেও অত্যন্ত মুগ্ধ ও আকৃষ্ট করে। আবার, শরীয়তপুর জেলার কার্তিকপুরের মৃৎশিল্প দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া মহাদেশের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। যা বহির্বিশ্বে আমাদের দেশের ঐতিহ্যকেও বহন করছে, আবার বৈদেশিক মুদ্রাও পাওয়া যাচ্ছে। এটি অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয়। অন্যদিকে, পটুয়াখালী জেলার বাউফলের মৃৎশিল্পেরও সুনাম রয়েছে। তথ্য মতে, এক বছর আগে বিশ্বজুড়ে অর্ধশতকোটি টাকার বাজার গড়েছে বাউফলের মৃৎশিল্প। এই তিন জেলা ছাড়াও সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও মাদারীপুরসহ বিভিন্ন জেলায় কমবেশি মৃৎশিল্প তৈরি হয়। 
দুঃখের বিষয় হলো, বাংলাদেশ এই শিল্পের অস্তিত্ব যেন হারাতে বসেছে। আধুনিকতার ছোঁয়ায় এর জায়গায় স্থান করে নিয়েছে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, মেলামাইন। অতীতে আমাদের দেশে শুধু জেলাতেই নয়, প্রত্যেক উপজেলাতেও মৃৎশিল্প তৈরি ও বেচাকেনা হতো। কিন্তু গত এক দশকে এর ব্যবহার আগের তুলনায় অনেক লোপ পেয়েছে। সাধারণ মানুষ এখন মৃৎশিল্প দেখতে পছন্দ করলেও ব্যবহারের জন্য প্লাস্টিক আর মেলামাইনের জিনিসই কিনে।

এর ফলে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার যেমন দিন দিন বাড়ছে, তেমনি মৃৎশিল্পের ব্যবহার হারাতে বসেছে। বেচাকেনা কম হওয়ার ফলে এর কারিগররাও বানাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। কারণ, মৃৎশিল্পের দামও অনেক কমে গেছে। ফলে, তারা আর্থিকভাবে লাভবান হতে পারছেন না। ক্রমশ অন্যপেশার দিকে ছুটছেন। এভাবে চলতে থাকলে আবহমান বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আগামী এক দশকের মধ্যেই হয়তো সম্পূর্ণ হারিয়ে যাবে। কিন্তু এই শিল্প বাঁচিয়ে রাখলে একদিকে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রাও আসবে, আবার প্লাস্টিকের ব্যবহারও কমবে। আমরা প্লাস্টিকের ব্যবহার রোধ করতে চাই। কারণ, এটি পরিবেশ দূষিত করে এবং জলাবদ্ধতা সৃষ্টির জন্যও দায়ী।

কিন্তু এর বিকল্প খুঁজে না পেলে হয়তো এটির ব্যবহার কমবে না। মৃৎশিল্পই হতে পারে প্লাস্টিকের সর্বোত্তম বিকল্প। এই শিল্পের বহুবিধ গুণাগুণ সম্পর্কে ভালোভাবে জানা দরকার এবং প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কেও অবহিত হওয়া দরকার। তাহলে আমরা মাটির তৈরি জিনিস ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করব। যেমনÑ মাটির তৈরি কলসে পানি রাখলে সেই পানি একদিকে যেমন ঠান্ডা থাকে, তেমনি স্বাস্থ্যগত দিক থেকে এর উপকারিতা রয়েছে। আবার, গ্যাসের চুলা থেকে মাটির চুলায় রান্না করলে সেই খাবার খেতে অধিক সুস্বাদু হয় এবং স্বাস্থ্যের জন্যও উত্তম।

আমরা গাছ লাগানোর জন্যও ইদানীং অনেকে প্লাস্টিকের টব কিনছি। এর বদলে যদি মাটির তৈরি টব ব্যবহার করি, তবে সেটি গাছের জন্যও বেশি উপকারী। মৃৎশিল্পের এমন বহু সুবিধাজনক ও চমৎকার দিক রয়েছে। আমাদের সেসব ভালোভাবে জানা উচিত এবং প্লাস্টিকের বদলে এগুলো ব্যবহারের প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত। 
মৃৎশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। এটাকে একটা ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং একইসঙ্গে জিআই পণ্যের স্বীকৃতি আদায়ের জন্য তালিকাভুক্ত করা উচিত। মৃৎশিল্প টিকিয়ে রাখতে যাতে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা হয়, সেজন্য সরকারের কাছে আহ্বান জানাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক জেলায়  মৃৎশিল্প উদ্যোক্তা ও কারিগরদের প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দিয়ে পাশে থাকা দরকার। একইসঙ্গে মৃৎশিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের সামাজিকভাবে স্বীকৃতি ও গুরুত্ব দিতে হবে। প্রত্যেক উপকরণের ন্যায্য বাজারদর নির্ধারণের মাধ্যমে মৃৎশিল্প টিকিয়ে রাখতে হবে। অন্যথায়, এর দাম একেবারে কম হলে কেউ এ পেশায় আর থাকবে না। আবার, এখানে কোনো সিন্ডিকেট করে কারিগরদের বা শ্রমিকদের ঠকানো হচ্ছে কি-না, সেটাও দেখা দরকার। 
সবশেষে বলব, মৃৎশিল্প আমাদের বাংলা ও বাঙালির আবহমান ঐতিহ্য ও আমাদের গর্ব। এটি বাঙালির মাটি ও মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। আমরা সকলে যাতে এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সচেতন হই এবং গুরুত্ব প্রদান করি। এজন্য সরকার ও সাধারণ জনগণ উভয়ের পক্ষ থেকেই সর্বাত্মকভাবে চেষ্টা চালানো আবশ্যক।

×