ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

লাগাম টানুন

আমেনা আক্তার পুষ্পা

প্রকাশিত: ২১:০১, ৩০ অক্টোবর ২০২৪

লাগাম টানুন

বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধি

দেশে নানা সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধি। দিন দিন যেন দ্রব্যমূল্য বেড়েই চলছে। ধনবান শ্রেণি ছাড়া আর সব মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের দাম। কয়েক মাস ধরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি খেটে খাওয়া মানুষের জীবন চিন্তায় দগ্ধ করছে। চাল, ডাল, তেল, সবজি ও ফলমূলসহ সকল জিনিসের দাম অস্বাভাবিক গতিতে বেড়ে চলছে।

জিনিসপত্রের দাম যে হারে বেড়ে চলেছে, তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তাদের জীবন ধারণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে দিন এনে দিন খাওয়া মানুষদের। এর ফলে বহু সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বহু মানুষ সংসারের বোঝা চালাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
দিন দিন সোনার দাম যেমন বাড়ছে, তেমনি চাল, ডাল, মাছ তরিতরকারি এবং ওষুধও অগ্নিমূল্য। এই মূল্য বৃদ্ধির সঙ্গে যোগ হয়েছে পেট্রোল ডিজেলের দাম।  জ্বালানির মূল্য বৃদ্ধি শুধু পরিবহন খরচ বাড়িয়েছে তা নয়, এর সরাসরি প্রভাব পড়েছে বাজারের প্রতিটি পণ্যের দামে। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে নতুন নতুন কৌশল দিচ্ছে।  বাজারের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলছেন।

একবার পণ্যের দাম বাড়লে তা আর কমে না। সরকারি বিভিন্ন সংস্থা এ ব্যাপারে কাজ করলেও তা কেমন কার্যকর ভূমিকা না রাখায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না। নিত্যপণ্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির ফলে নানা পেশাজীবির মানুষ,  শিক্ষার্থীসহ সাধারণ জনগোষ্ঠীর জীবন বিপন্ন হয়ে পড়েছে। নিত্যদিনের  প্রয়োজনীয় সব দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। সেই তুলনায় মানুষের আয় দ্রব্যমূল্যের সমানুপাতিক হারে বৃষ্টি পাচ্ছে না। অন্যদিকে ডিমের আর সবজির দাম যেন আকাশচুম্বী।

দিনে দিনে যেন ডিমের দাম বেড়েই চলেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিদিনই ডিমের চাহিদা দেশে প্রায় ৫ কোটি। বাজার পরিদর্শনে এক ডজন ডিম ১৮০ টাকায় ও বিক্রি হতে দেখা যাচ্ছে। এছাড়া হুট করে ব্যাপক বেড়েছে কাঁচা মরিচের দাম।
দ্রব্যমূল্যের এই অস্বাভাবিক বৃদ্ধির পেছনে ঠিক কি কারণ রয়েছে, তা খুঁজে বের করে সরকারের দ্রুত  প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। যদি এই অবস্থার দ্রুত সমাধান না করা হয়। তবে দেশের সাধারণ মানুষ এক চরম বিপর্যয়ের মুখে পড়বে। যা সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার উপরও  প্রভাব ফেলতে পারে। সরকারের অবিলম্বে এই পরিস্থিতি বুঝে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করা যায়। এবং দেশে স্থিতিশীলতা বজায় থাকে।

রাঙামাটি সরকারি কলেজ থেকে

×