ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

জলবায়ু ক্ষতিপূরণের দায়

প্রকাশিত: ২০:২২, ১ ডিসেম্বর ২০২৩

জলবায়ু ক্ষতিপূরণের দায়

.

বর্তমান সময়ে পৃথিবীতে আলোচিত সমস্যাগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন অন্যতম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকির সম্মুখীন বিশ্ব। এমন অবস্থায়মানব গতিশীলতার ওপর জলবায়ুর প্রভাব : সমাধানের জন্য বৈশ্বিক আহ্বানপ্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবারে সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) সদর দপ্তরে তিন দিনব্যাপী ১১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু বাস্তুচ্যুতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য দফায় আন্তর্জাতিক সহায়তা প্রদানের উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বর্তমানে বাংলাদেশ বৈশ্বিক কার্বন নির্গমনে মাত্র .৫৬ শতাংশ অবদান রাখে। তবু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় ভাঙন, খরা, উষ্ণতা বন্যা দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। প্রাকৃতিক অবকাঠামোতে আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাত হ্রাস পাওয়া এর মধ্যে অন্যতম। ফলশ্রুতিতে গরমকালে প্রচন্ড গরম এবং ঠান্ডা সময়ে ঠান্ডা প্রকোপ হচ্ছে। এছাড়াও সময়-অসময়ে বৃষ্টি এবং বন্যা প্রাকৃতিক দুর্যোগের দেখা মিলছে। বাংলাদেশে এটা স্বাভাবিক চিত্র হলেও সাম্প্রতিক গবেষণার প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার প্রায় ,২০০ কিলোমিটার জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। আরও প্রায় ৫০০ কিলোমিটার এলাকায় নতুন করে ভাঙন দেখা দিতে পারে। এতে কৃষি জমির এক বিরাট অংশ তলিয়ে যাবে নদীতে।

এর বিপরীতে যে চর জেগে উঠছে, তা অপ্রতুল। সবই জলবায়ু পরিবর্তনের প্রভাব। এতে আমাদের অবকাঠামো এবং কৃষিশিল্প ধ্বংস হচ্ছে। এক সমীক্ষায় দেখা গেছে, মানবসৃষ্ট উষ্ণায়নের কারণে বাংলাদেশের জিডিপি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। গড় আয় ২১০০ সালে ৯০ শতাংশ কম হবে বলে অনুমান করা হয়েছে। আন্তঃসরকারি প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) অ্যাসেসমেন্ট রিপোর্টে ধারণা করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে দারিদ্র্য প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পাবে।

জলবায়ু উপকূলীয় নিজ অবস্থানে স্থির থাকে না। এটা সর্বদা পরিবর্তনশীল। তবে এর প্রভাব যা দেখা দিচ্ছে, তা নিয়ে সারাবিশ্বের চিন্তিত হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে। বিশ্ব জলবায়ুর স্বাভাবিক পরিবর্তন এখন আর দেখা যাচ্ছে না। রবং পরিবর্তনের মাত্রা খুব বেশি। জলবায়ু পরিবর্তন ঝুঁকির ক্ষেত্রে বংলাদেশ সম্পর্কে আশঙ্কা, দেশের বৃহৎ অংশ কোনো এক সময় সমুদ্রের গর্ভে হারিয়ে যাবে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশকে ঘিরে আশঙ্কা অমূলক নয়। তাই এর ভয়াবহতা মোকাবিলায় একত্রিত হয়ে কাজ করার বিকল্প নেই। আসন্ন  বিপর্যয় রুখতে ব্যক্তি থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক সম্প্রদায়, সবাইকে একযোগে দাঁড়াতে হবে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে অধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে অন্যান্য দেশের সম্মিলিত প্রচেষ্টাই পারে বৈশ্বিক হুমকি থেকে পৃথিবীকে রক্ষা করতে।

×