
সুনামগঞ্জের সবচেয়ে বড় বালুমহাল তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে বালু উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। এতে করে তাহিরপুরসহ আশপাশের অন্তত তিনটি উপজেলার বালুশ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ী চরম সংকটে পড়েছেন।
এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) দুপুর দেড়টার দিকে যাদুকাটা নদীর পূর্বপাড়ের শ্রমিক ও ব্যবসায়ী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা। তাঁরা বলেন, নদীতে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দ্রুত বালু উত্তোলন ও পরিবহন চালুর অনুমতি দিলে শ্রমিক ও তাদের পরিবার স্বস্তি ফিরে পাবে।
যাদুকাটা বাংলা কয়লা সমবায় সমিতির সহ-সভাপতি বরকত মিয়া বলেন, 'যাদুকাটা একটি সীমান্তবর্তী নদী। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছে। সীমান্তবর্তী এলাকার সুবাদে অনেকে বাধ্য হয়ে চোরাচালানের মতো ঝুঁকিপূর্ণ পথে জড়িয়ে পড়ছেন।'
লাউড়েরগড় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দিন বলেন, হঠাৎ করে নদীতে সকল কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিক ও ব্যবসায়ীদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির এ সময়ে এমন সংকট তাদের জন্য চরম বিপর্যয়।
মুমু