
বরিশালের বাকেরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামি নিয়ামতি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি কালাম সরদারকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ মে (শুক্রবার) সকাল ১১ টায় উপজেলার নিয়ামতি ইউনিয়নের শ্রমিকলীগ নেতা কালাম সরদারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন বাকেরগঞ্জ থানার এসআই আলমগীর।
থানা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি কলেজের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় চলতি বছরের ৪ ফেব্রুয়ারি ছাত্র প্রতিনিধি মো. আরিফুর রহমান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শ্রমিক লীগ নেতা কালাম সরদারকে গ্রেফতার করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় শ্রমিক লীগ নেতা কালাম সরদারের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
রাজু