
ছবি: জনকণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনকে ধুমপানমুক্ত রাখতে অভিযান চালানো হয়েছে। শুক্রবার (৯ মে) সকালে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি পুলিশ এবং স্টেশন মাস্টার যৌথভাবে অভিযান চালান। এসময় স্টেশন সংলগ্ন কয়েকটি দোকান থেকে ৫০/৬০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়। এবং সিগারেট বিক্রি করতে নিষেধ করা হয়। পরে সিগারেটের প্যাকেটগুলো আগুনে পুড়ানো হয়।
জানতে চাইলে আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলম বলেন রেলওয়ে স্টেশনকে ধুমপানমুক্ত রাখতে অভিযান চলছে। বিভিন্ন দোকান থেকে সিগারেটের প্যাকেট জব্দ করে আগুনে পুড়ানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
স্টেশন মাস্টার মোঃ নুরুন্নবী বলেন, স্টেশনে সিগারেট বিক্রি করতে নিষেধ করেছি। কোনো দোকানে বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রবিউল