ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার

নতুন দল ইউএলপির আত্মপ্রকাশ, প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি রেখেছেন

প্রকাশিত: ১৩:৫৪, ৬ আগস্ট ২০২৫

নতুন দল ইউএলপির আত্মপ্রকাশ, প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি রেখেছেন

ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, "আল্লাহর অশেষ রহমতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ড. ইউনূস আমার পূর্বাভাসেরই বাস্তবায়ন করেছেন।"

বুধবার (৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে ইউনাইটেড লিবারেল পার্টির (ইউএলপি) আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বলেছিলাম, ৪/৫ দিনের মধ্যে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসবে। অনেকে সে বক্তব্য নিয়ে কটাক্ষ করেছিলেন। আজ বাস্তবতা তা প্রমাণ করেছে।" একইসঙ্গে তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “এখন আত্মতুষ্টির সময় নয়, ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদ প্রতিরোধ করতে হবে।”

অনুষ্ঠানে ইউএলপির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও ভারপ্রাপ্ত মহাসচিব কামরুজ্জামান খানের নাম ঘোষণা করেন মোস্তফা জামাল হায়দার। পরে ড. গোলাম মহিউদ্দিন ইকরামের পরিচালনায় মুনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এম এ মান্নান, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতি শওকত আমিন, পিএনপি চেয়ারম্যান ফিরোজ মাহমুদ লিটন, এবং অন্য নেতৃবৃন্দ।

১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, "শেখ হাসিনার বিরোধিতায় গড়ে ওঠা ঐক্যে এখন চক্রান্ত চলছে। যদি বিভক্ত হই, তাহলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। তাই যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে।" তিনি অভিযোগ করে বলেন, “৫ আগস্টের ঐতিহাসিক ঘোষণাপত্রের অনুষ্ঠানে মোস্তফা জামাল হায়দারের মতো ৬৯-এর আন্দোলনের নেতাকে উপেক্ষা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”

সভাপতির বক্তব্যে ইউএলপির চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, "আমি স্বৈরশাসনের বিরুদ্ধে লড়েছি, জেল খেটেছি, তবুও আন্দোলন থেকে সরিনি। ইউএলপি আগামীতে ১২ দলীয় জোটের সঙ্গে থেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন জোরদার করবে।"

তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই দেশে একটি নতুন রাজনৈতিক সূর্যোদয় ঘটবে।”

অন্যান্য নেতারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, "এক সময় তারা লুটপাট করতো, এখন অন্যরা করছে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের পরিণতিও হবে শেখ হাসিনার মতো। ৭১ ও ২৪ সালের গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের প্রতি সঠিক মর্যাদা দিতেই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। না হলে সেটি হবে শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।"

মোস্তফা জামাল হায়দার জানান, আগামী শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৩টায় ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন। তিনি বলেন, "আমাদের ঐক্যই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় শক্তি।"

আসিফ

×