ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

“লাশ গুম নিয়ে প্রচারণা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র: ইনকিলাব মঞ্চ”

প্রকাশিত: ১৬:৫৬, ২৩ জুলাই ২০২৫

“লাশ গুম নিয়ে প্রচারণা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র: ইনকিলাব মঞ্চ”

ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন, ‘লাশ গুম’ সংক্রান্ত যে প্রচারণা চলছে, তা মূলত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ। বুধবার (২৩ জুলাই) মাইলস্টোন স্কুল দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, বর্তমান বাংলাদেশে লাশ গুম হওয়ার কোনো সুযোগ নেই। উদাহরণ হিসেবে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো আন্দোলনে গুলি করে হত্যা নয়; বরং শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করছিল এবং তাদের উপস্থিতির প্রমাণ স্কুল ও অভিভাবকদের কাছে রয়েছে।

শরীফ হাদি আরও বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে একটি বিশেষ গোষ্ঠী দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা পাহাড় ও সমতল থেকে সেনা ছাঁটাইয়ের কথা বলছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তিনি প্রশ্ন করেন, সেনাবাহিনী দুর্বল হলে লাভ কার? এমন অবস্থায় কেবল প্রতিবেশী রাষ্ট্র উপকৃত হবে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং অর্থনীতিবিদ আনু মুহাম্মদের সমালোচনা করে বলেন, তারা অতীতে সরকার প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে স্পষ্টভাবে কিছু বলেননি। বরং সব দায় রাষ্ট্রের ওপর চাপিয়েছেন। এখন আবার নতুনভাবে অন্তর্বর্তী সরকার বা ব্যক্তিনির্ভর রাজনীতিকে কেন্দ্র করে বক্তব্য দিচ্ছেন, যাতে রাষ্ট্রের ধারণা দুর্বল হয়।

মাইলস্টোন দুর্ঘটনার জন্য যারা দায়ী, তাদের দ্রুত বিচার এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও চিকিৎসার দাবিও জানান তিনি। এ ছাড়া ‘জুলাই সনদ’ ঘোষণার জন্য ৩১ জুলাই সময়সীমা নির্ধারণ করে দেন এবং বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সনদ প্রকাশ না হলে ৩ আগস্ট শাহবাগ থেকে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে কফিন মার্চ অনুষ্ঠিত হবে।
 

 

মারিয়া

আরো পড়ুন  

×