ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বিমান বিধ্বস্তের সময় ওই শ্রেণীকক্ষে শিক্ষার্থী ছিল ১০০ থেকে ১৫০ জন

প্রকাশিত: ১৬:৩৪, ২১ জুলাই ২০২৫

বিমান বিধ্বস্তের সময় ওই শ্রেণীকক্ষে শিক্ষার্থী ছিল ১০০ থেকে ১৫০ জন

ছবি:সংগৃহীত

ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনার সময় ওই ভবনে স্কুলের জুনিয়র শ্রেণির ক্লাস চলছিল। নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ওই ভবনে অবস্থান করছিল। জানা গেছে, সেখানে তখন প্রায় ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী ছিল।

দুর্ঘটনার সময় স্কুলের অন্যান্য শ্রেণিরও ক্লাস চলছিল, বিশেষ করে নার্সারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত। স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে বিমানটি ভবনের ওপর আঘাত করে। হঠাৎ বিকট শব্দে বিমান বিধ্বস্ত হলে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান, যা দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং প্রায় ১৩ মিনিট পর দুর্ঘটনায় পড়ে।

দমকল বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে নিয়োজিত আছেন। ভবন থেকে শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

দুর্ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটে অন্তত ৬০ জনকে ভর্তি করা হয়েছে এবং আরও ১০-১৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা গুরুতর হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হবে। উত্তরা আধুনিক মেডিকেলেও ৬০ জনের বেশি আহত ভর্তি হয়েছেন।

ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুইজন মারা গেছেন।

 

মারিয়া

×