ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

‘চুক্তিতে সই করা উচিত ছিল ইরানের, পারমাণবিক অস্ত্র রাখা যাবে না’: ট্রাম্প

প্রকাশিত: ০৯:০৯, ১৭ জুন ২০২৫; আপডেট: ০৯:১০, ১৭ জুন ২০২৫

‘চুক্তিতে সই করা উচিত ছিল ইরানের, পারমাণবিক অস্ত্র রাখা যাবে না’: ট্রাম্প

ছ‌বি: সংগৃহীত

ইসরায়েল-ইরান যুদ্ধের মাঝেই জি৭ সম্মেলন সংক্ষিপ্ত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুতই হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে ফিরে যাচ্ছেন। এই সংকটময় মুহূর্তে আবারও তিনি জোর দিয়ে বলেছেন, "ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।"

একটি Truth Social পোস্টে ট্রাম্প লেখেন, “ইরানের চুক্তিতে সই করা উচিত ছিল। আমি বলেছিলাম, সই করো। এটা কত বড় লজ্জা, এবং কত প্রাণের অপচয়!”

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি করতে চেয়েছিল। আলোচনাও ভালোভাবে এগোচ্ছিল, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছিল মূল বিরোধের বিষয়। ট্রাম্পের দৃষ্টিতে এটি ছিল একটি রাজনৈতিক সাফল্য অর্জনের সুযোগ, আর ইরান চাচ্ছিল মার্কিন নিষেধাজ্ঞা থেকে মুক্তি। কিন্তু এখনকার যুদ্ধ পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের আশা অনেকটাই ফিকে হয়ে গেছে।

আরেকটি পোস্টে ট্রাম্প স্পষ্ট করে বলেন, “ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না। আমি বারবার বলেছি!” তিনি সবাইকে তেহরান দ্রুত ছেড়ে যাওয়ার আহ্বানও জানান।

তিনি আরও বলেন, “আমেরিকা ফার্স্ট মানে অনেক ভালো জিনিস, তার মধ্যে একটি হলো— ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন।”

সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

এম.কে.

আরো পড়ুন  

×