
চট্টগ্রাম বন্দর কাউকে হস্তান্তর করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার চায় আধুনিকায়নের মাধ্যমে এ বন্দরের সক্ষমতা বাড়াতে এবং আন্তর্জাতিক বিনিয়োগের মাধ্যমে টার্মিনাল ব্যবস্থাপনায় গতি আনতে।
রোববার (২৫ মে) দুপুরে রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, ‘বিশ্বের শীর্ষ পর্যায়ের বড় বড় কোম্পানিগুলো যেন চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় যুক্ত হতে পারে, সেটিই আমাদের লক্ষ্য। কিন্তু এটিকে কাউকে দেওয়া হচ্ছে না। এটি বাংলাদেশ সরকারেরই থাকবে। বিনিয়োগের মাধ্যমে তারা যেন ব্যবস্থাপনায় অংশ নেয় আমরা সেটি চাই।’
তিনি আরও জানান, ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে। এতে করে বন্দরের আধুনিকায়ন, দক্ষতা ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক অবস্থান আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আফরোজা