
ছবি: সংগৃহীত
আজ রবিবার (২৫শে মে) জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম পথসভায় দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা চাই, এই মুজিববাদী সংবিধান অবিলম্বে সংস্কার করে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি কার্যকর সংবিধান প্রণয়ন করা হোক। এমন সংবিধান চাই, যা হবে গণমানুষের বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এবং দেশের ভূখণ্ডের স্বপ্নের বাস্তবায়নকারী।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ আর কোনো বিদেশি শত্রু বা বৈদেশিক প্রেসক্রিপশনে পরিচালিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই—বিদেশের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। কোনো নতজানু সম্পর্ক বাংলাদেশ আর গ্রহণ করবে না।”
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা চাই একটি সাম্যের বাংলাদেশ, যেখানে প্রতিটি মানুষ নাগরিক হিসেবে মর্যাদা পাবে। রাষ্ট্র ও নাগরিকের মধ্যে পারস্পরিক দায়বদ্ধতা থাকবে। রাষ্ট্র নাগরিকের সকল অধিকার নিশ্চিত করতে বাধ্য থাকবে এবং নাগরিকরাও রাষ্ট্রের প্রতি দায়িত্ববান থাকবে।”
ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধেও বক্তব্য রাখেন তিনি। বলেন, “আমরা চাই একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। যেখানে সব ধর্ম, বর্ণ, শ্রেণি ও গোত্রের মানুষ সমান সম্মান ও মর্যাদা নিয়ে নাগরিক হিসেবে বসবাস করবে।”
সূত্র: https://www.youtube.com/watch?v=jHANRB-gOeQ
এএইচএ