
ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক মৎস্য সংরক্ষণ কর্মশালা, বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক কার্যক্রম। রবিবার (২৫ মে) সকালে দক্ষিণ জোন সদর দপ্তরে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অংশ নেন স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এরপর ভোলার ইলিশা বাজার থেকে ফেরিঘাট পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন কোস্ট গার্ড সদস্য, মৎস্য কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।
এছাড়াও, ইলিশা মাছঘাট এলাকায় জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনার মাধ্যমে মাছের প্রজনন মৌসুমে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলাশয়ে মৎস্য সম্পদ রক্ষা, জাটকা সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার প্রতিরোধ এবং অতিরিক্ত আহরণ রোধে তারা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
এছাড়াও কোস্ট গার্ড মাদক ও মানব পাচার রোধ, বনজ সম্পদ সংরক্ষণ এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মিমিয়া