ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বরিশাল জেলা ছাত্রদলের সেই নেতাকে বহিস্কার

স্টাফ রিপোর্টার, বরিশাল 

প্রকাশিত: ১৭:৩৫, ২৫ মে ২০২৫

বরিশাল জেলা ছাত্রদলের সেই নেতাকে বহিস্কার

পুলিশ কনস্টেবল স্ত্রীর বিধবা বড় বোনের স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র অভিযুক্ত আসামি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।

আহ রবিবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। 

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিস্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


এরপূর্বে গত ১৯ মে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আপন ছোট বোনের জামাতা সবুজ আকনের বিরুদ্ধে নিজের এসএসসি পরীক্ষার্থী মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর বিধবা মা। 

ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ রাকিবুল ইসলাম মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য মহানগরীর কাউনিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। 

মামলা দায়েরের পর বাদি ও ভিকটিম অনেকটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে বাদীর আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান অভিযোগ করেন।


কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, আদালতের নির্দেশ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।আপন ভায়রার মেয়েকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন (৪১) বাবুগঞ্জ উপজেলার বকশির চর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান আকনের ছেলে। 

ভিমটিম স্কুল ছাত্রী গোপালগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও তার বাবার মৃত্যুর পর স্ব-পরিবারে তারা গৌরনদী উপজেলার নানা বাড়িতে বসবাস করে আসছেন।

সায়মা

×