
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের হরগজ মৌজায় মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডের নির্গত ধোঁয়া ও গরম বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে শত বিঘা ধানক্ষেত। জনকন্ঠ পত্রিকার অনলাইনে এ বিষয়ে প্রকাশিত সংবাদের পর মঙ্গলবার বিকেলের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ।
অভিযোগ অনুযায়ী, তিন ফসলি জমিতে স্থাপিত এই ইটভাটার কারণে অন্তত ৭৫ জন কৃষকের প্রায় এক শত বিঘা জমির ধান নষ্ট হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন। এরই প্রেক্ষিতে সোমবার একটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়, যাদের এক কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
প্রতিবেদন হাতে পাওয়ার পর মঙ্গলবার অভিযুক্ত ইটভাটায় অভিযান চালান ইউএনও ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে এক লক্ষ টাকা জরিমানার পাশাপাশি ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সাড়ে আট লক্ষ টাকা ক্ষতিপূরণ পরিশোধে আগামীকাল (বুধবার) দুপুর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে মালিকপক্ষকে।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ভুক্তভোগী কৃষকদের লিখিত অভিযোগ পর্যালোচনা ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।
আরমান