
ছবি: সংগৃহীত।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। শুক্রবার (৯ মে) বিকেলে শুরু হওয়া এই বিক্ষোভে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা। তাদের কণ্ঠে ছিল, ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’—এমন জোরালো স্লোগান।
বিকেল সাড়ে ৪টার পর থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করেন জামায়াত-শিবির, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীরা। তাদের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটি 'বাংলাদেশপন্থী রাজনৈতিক কাঠামো' গড়ে তুলতে হবে।
এরই ধারাবাহিকতায় সন্ধ্যা ৭টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শাহবাগে এসে উপস্থিত হওয়ার আহ্বান জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান। তিনি লেখেন, “জুলাইয়ের দাবী বাস্তবায়নে বেগম খালেদা জিয়াকে আমরা আমাদের পাশে চাই। উনি বাংলাদেশপন্থী বাংলাদেশের নেত্রী!”
শুক্রবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজেও তিনি বলেন, “যাদের সম্ভব, ঢাকায় সমবেত হোন! এটা ফাইনাল আহ্বান।”
শাহবাগে চলমান এই অবস্থান কর্মসূচিকে অনেকেই ‘২০২৪ সালের বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনের’ পুনরাবৃত্তি হিসেবে দেখছেন। সেবার মতো এবারও রাজধানীজুড়ে ব্যাপক জনসমাগম লক্ষ করা গেছে।
এই সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনেও চলছে আরেকটি সমান্তরাল অবস্থান কর্মসূচি, যেখানে শিক্ষার্থীরা দলীয় রাজনীতি নিষিদ্ধ এবং আওয়ামী লীগের বিচার দাবিতে অবস্থান করছেন।
নুসরাত