ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক

বিদ্যুৎ উন্নয়নে দুই প্রকল্পে ৯৮৪ কোটির ব্যয় অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০০:১৬, ৮ মে ২০২৫

বিদ্যুৎ উন্নয়নে দুই প্রকল্পে ৯৮৪ কোটির ব্যয় অনুমোদন

বিদ্যুৎ উন্নয়নে দুই প্রকল্পে ৯৮৪ কোটির ব্যয় অনুমোদন

দেশের জ্বালানির চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানি করবে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। এতে সরকারের ব্যয় হবে ১ হাজার ১০৪ কোটি টাকা। অন্যদিকে, রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় তিউনিসিয়া থেকে ২৫ হাজার টন টিএসপি সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সার আমদানি করতে মোট ব্যয় হবে ১৫৬ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। এছাড়া চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়নে দুই প্রকল্পে ৯৮৪ কোটির ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে। 
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ। এদিকে, সিঙ্গাপুর থেকে এ দুই কার্গো এলএনজি আমদানি করতে মোট ব্যয় হবে এক হাজার ১০৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৩৩৬ টাকা।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। 
এছাড়া কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে তিউনিসিয়ার জিসিটি এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর মধ্যে সই করা চুক্তির আওতায় ২৫ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব উপস্থান করা হয়। সার আমদানি চুক্তিতে উল্লেখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে তিউনিসিয়ার জিসিটি থেকে ২৫ হাজার টন টিএসপি সার বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্যে ১ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৭৫০ মার্কিন ডলারে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ১৫৬ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। প্রতি টন টিএসপি সারের মূল্য ৫১৩.৭৫ মার্কিন ডলার। চট্টগ্রামে টার্নকি ভিত্তিতে পৃথক দুই লটে উপকেন্দ্র স্থাপন, মানোন্নয়ন, সম্প্রসারণ এবং উপকেন্দ্রের অটোমেশন কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ৯৮৪ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৫৪ টাকা।

×