
ইসরাইলি হামলায় নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে চিঠিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ৯৪ ডেমোক্র্যাট সদস্য। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-ে ইসরাইলি হামলায় একদিনে আরও ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মূল গ্রন্থাগার বাটলার লাইব্রেরির একটি অংশ দখল করে বিক্ষোভ করতে থাকে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। এ ঘটনার জেরে বৃহস্পতিবার নিউইয়র্ক পুলিশ বিভাগ কমপক্ষে ৭০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। খবর মিডল ইস্ট আইয়ের।
ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সম্বোধন করে লেখা চিঠিতে ডেমোক্র্যাট সদস্যরা বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের শক্তিশালী সম্পর্কের সমর্থক হিসেবে আমরা গাজা উপত্যকায় সব মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার বর্তমান ইসরাইলি নীতির বিরোধিতা করছি। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ক্ষতির পাশাপাশি এটি কৌশলগতভাবে বিপরীতমুখী।