ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

নরসিংদীতে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশিত: ০০:৩২, ৯ মে ২০২৫

নরসিংদীতে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার, গ্রেফতার ২

ছবি: জনকণ্ঠ

নরসিংদী জেলার চরসিন্দুর সেতুর টোলপ্লাজার পাশ থেকে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ একটি ট্রাক জব্দ করেছে পলাশ থানা পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক মাইনুল ইসলাম ও হেলপার হাসান প্রামানিককে আটক করেছে পুলিশ। 

আটক মাইনুল ইসলাম বগুড়ার আদমদীঘি এলাকার সামাদ মিয়ার ছেলে ও হাসান প্রামাণিক একই জেলার দুপচাচিয়ার মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ পলিথিনের ব্যাগসহ একটি ট্রাক চরসিন্দুর রোড দিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানা পুলিশ চরসিন্দুরের সেতুর টোলপ্লাজার পাশে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করে। এ সময় ট্রাকে থাকা ১১ হাজার ২৫০ কেজি পলিথিন ব্যাগসহ দুইজনকে আটক করা হয়।

পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান, আটকরা অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বাজারজাত করে আসছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শহীদ

×