ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ম্যাচ চলাকালীন ইডেনে বোমা হামলার হুমকি!

প্রকাশিত: ২০:১৭, ৮ মে ২০২৫

ম্যাচ চলাকালীন ইডেনে বোমা হামলার হুমকি!

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান উত্তেজনা এবার ছড়িয়ে পড়েছে খেলার ময়দানেও। বুধবার (৭ মে) কলকাতার ইডেন গার্ডেনে আইপিএলের ম্যাচ চলাকালীন বোমা হামলার হুমকি আসে। ম্যাচটি ছিল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে।

বিসিসিআই-এর অন্তর্ভুক্ত ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) একটি ই-মেইল পায়, যাতে দাবি করা হয়—ইডেন গার্ডেনে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ এবং সিএবি যৌথভাবে তাৎক্ষণিকভাবে মাঠের চারপাশে কঠোর নজরদারি শুরু করে।

সূত্রে জানা গেছে, শুধু ইডেন নয়, এমন হুমকি গেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও, যেখানে ১৪ মে একটি আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমন সময় এই হুমকি এলো, যখন ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। ৬ মে রাতে ভারতের সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মিরে একযোগে জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে। এর আগে পেহেলগামে জঙ্গিদের হামলায় ২৬ ভারতীয় নাগরিক নিহত হন।

জবাবে পাকিস্তানও প্রতিশোধের হুমকি দিয়েছে এবং দাবি করেছে, বুধবার রাতে তারা ভারত থেকে পাঠানো ইসরায়েলি প্রযুক্তির ২৫টি হারোপ ড্রোন ধ্বংস করেছে।

এই উত্তেজনার প্রেক্ষিতে আইপিএল ও পিএসএল—দুই বড় ক্রিকেট টুর্নামেন্টই পড়েছে নিরাপত্তা শঙ্কার মুখে।
 

এসএফ 

×