
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন বিদেশি কর্মীদের বৈধকরণ ও নিয়োগকৃত প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ সংক্রান্ত নতুন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ মে) উভয় মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন এই সিদ্ধান্তের ফলে, অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন এবং প্রয়োজনে নিয়োগকৃত প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। এছাড়া, বিদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কোনো অবহেলা বা ব্যর্থতার কারণে কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নতুন কোটা আবেদনের ওপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
বৈঠকে প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে, কোন প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগ করা হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে, সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া মালয়েশিয়ায় আসার জন্য কারও সঙ্গে লেনদেন না করার পরামর্শ দিয়েছেন দীর্ঘদিন প্রবাসে থাকা বাংলাদেশি কর্মীরা।
শিহাব