ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ভারতীয় সেনা হত্যা নিয়ে চাঞ্চল্যকর দাবি পাকিস্তানের

প্রকাশিত: ২০:২১, ৮ মে ২০২৫

ভারতীয় সেনা হত্যা নিয়ে চাঞ্চল্যকর দাবি পাকিস্তানের

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সঙ্গে কার্যত সীমান্তে (লাইন অব কন্ট্রোল) ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা হত্যা করেছে বলে দেশটির তথ্যমন্ত্রণালয় জানিয়েছে।

বৃহস্পতিবার প্রথমে বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের তথ্যমন্ত্রণালয়।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার স্কাই নিউজকে বলেন, “আমরা কার্যত সীমান্তে তাদের (ভারতের) সামরিক স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছি।”

বুধবার ভোরে পাঞ্জাব ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের তীব্র হামলার পর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইসলামাবাদ।

পাকিস্তানি নিরাপত্তা সূত্র দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও আরও ডজনখানেক ড্রোন ভূপাতিত করেছে—যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি।

সংবাদমাধ্যম সিএনএন এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মন্তব্য চেয়েছে।

 

সূত্র: https://edition.cnn.com/world/live-news/india-pakistan-operation-sindoor-05-08-25-intl-hnk

আবীর

×