ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে ভেঙে পড়েছে ভারতীয় ড্রোন

প্রকাশিত: ২০:৩৩, ৮ মে ২০২৫

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে ভেঙে পড়েছে ভারতীয় ড্রোন

ছবি: সংগৃহীত

কাশ্মীরকে ঘিরে ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যে এবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পাশেই ভেঙে পড়েছে একটি ভারতীয় ড্রোন। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির বরাতে জানা গেছে, ৭ মে রাতে এই ঘটনাটি ঘটে। ড্রোনটি নজরদারির উদ্দেশ্যে ব্যবহার হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনার সময় স্টেডিয়ামের কাছে একটি গাছে ধাক্কা খেয়ে ড্রোনটি ভেঙে পড়ে। এতে স্টেডিয়ামের পাশে একটি রেস্তোরাঁ আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং আহত হন দুজন বেসামরিক নাগরিক, যাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ফরিদ খান এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, রাওয়ালপিন্ডির মতো গুরুত্বপূর্ণ পিএসএল ভেন্যুর কাছে ভারতের এমন কাজ কাপুরুষোচিত। পাকিস্তান ঐক্যবদ্ধ।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে। ড্রোনে কোনো বিস্ফোরক বা নজরদারি সরঞ্জাম ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পিএসএলের চলমান আসরের ম্যাচ চলছিল, যা নির্ধারিত রয়েছে ১০ মে পর্যন্ত। কিন্তু ড্রোন দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার (৮ মে) অনুষ্ঠিতব্য পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের ম্যাচ অনিশ্চয়তায় পড়েছে। ইতোমধ্যে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

এসএফ 

×