
ছবি: সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় গায়ক ও অভিনেতা আলি জাফর ৮ মে বিকেলে নিজের বাড়ির আশপাশে বিস্ফোরণের শব্দ শোনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের ড্রোন হামলায় পাকিস্তানের একাধিক শহরে বিস্ফোরণের ঘটনার পর এই প্রতিক্রিয়া জানান তিনি। এক আবেগঘন পোস্টে তিনি বলেন, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সংঘর্ষ কোনো সিনেমার চিত্রনাট্য নয়, বরং তা এক মানবিক বিপর্যয়ের আশঙ্কা।
আলি জাফর জানান, বিস্ফোরণের শব্দ তাঁর বাড়ি পর্যন্ত পৌঁছেছে, যা যুদ্ধের আশঙ্কাকে সাধারণ নাগরিকদের দোরগোড়ায় নিয়ে এসেছে। তিনি কারও নাম উল্লেখ না করলেও, যুদ্ধ উদ্যাপনকারী ও হানাহানিকে উসকে দেওয়াদের কড়া সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, “যারা যুদ্ধের ঢাক বাজাচ্ছেন, তাঁরা কি জানেন পরমাণু শক্তিধর দুই দেশের পূর্ণাঙ্গ যুদ্ধ আসলে কী অর্থ বহন করে?”
তিনি লেখেন, “এটা কোনো সিনেমা নয়। যুদ্ধ মানেই ধ্বংস। নিরীহ মানুষ, শিশু এবং পরিবারকে এর মূল্য দিতে হয়।” তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নিতে আহ্বান জানান। তাঁর মতে, প্রতিটি জীবনই মূল্যবান এবং প্রতিটি জাতিই নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে।
আলি জাফরের এই বিবৃতি এমন এক সময়ে এলো, যখন দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ৬ ও ৭ মে ভারত পাকিস্তানের ছয়টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালায়। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে ইসরায়েলি প্রযুক্তির ২৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবুও হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত এবং চারজন আহত হন। লাহোর ও করাচির আশপাশের এলাকাও হামলার শিকার হয়।
সূত্র: https://dailytimes.com.pk/1298040/this-is-not-a-movie-its-war-ali-zafar-hears-explosions-amid-india-pakistan-escalation/
আবীর