
ছবিঃ প্রতিবেদক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে এবার একাত্মতা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলাকালে সেখানে গিয়ে শিক্ষকরা একাত্মতা প্রকাশের ঘোষণা দেন।
এরপর শিক্ষকরা একটি সংবাদ সম্মেলন করেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস ও সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। শিক্ষকদের একাত্মতা প্রকাশের মধ্য দিয়ে একটানা কর্মসূচির ২৪ তম দিনে আন্দোলন নতুন মোড় নিয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ববি’র শিক্ষক ড. মুহসিন উদ্দিন। বক্তব্য রাখেন, শিক্ষক ড. হাফিজ আশরাফুল হক, উন্মেষ রায়সহ অন্যান্যরা।
শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, ভিসি শুচিতা শরমিনের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয় এখন ধ্বংসের মুখে। মাসের ২৮ দিনই তিনি ক্যাম্পাসে থাকেন না। তার সময়ে কোনো ধরনের উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। বিনা চিকিৎসায় মারা যাওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করা সাহায্যের আবেদনটি পর্যন্ত ভিসি খুলে দেখেননি।
তিনি (ভিসি) শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করার মতো ঘৃণ্য কাজ করেছেন। তাই এই ভিসি থাকলে বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাবে।
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘আমরা বর্তমান ভিসিকে অবাঞ্চিত ঘোষণা করেছি। তাকে অপসারণ করে শিক্ষার্থী বান্ধব ভিসি নিয়োগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দৃষ্টি আকর্ষণ করছি।’
আরশি