ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বাতিল হচ্ছে সাইবার সিকিউরিটি আইনের বিতর্কিত ৯টি ধারা

প্রকাশিত: ১৮:২৪, ৬ মে ২০২৫

বাতিল হচ্ছে সাইবার সিকিউরিটি আইনের বিতর্কিত ৯টি ধারা

ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, পূর্ববর্তী সাইবার সিকিউরিটি আইনের ৯টি বিতর্কিত ধারা বাতিল করা হয়েছে। এর ফলে আগের সরকারের আমলে দায়ের হওয়া ৯০ শতাংশ রাজনৈতিক মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। তিনি মঙ্গলবার (৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, নতুন সাইবার সুরক্ষা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। তিনি জানান, বাতিল হওয়া ৯টি ধারায় ৯৫ শতাংশ মামলা হতো, যা এখন আর কার্যকর থাকবে না। এছাড়া, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং ধর্মীয় উস্কানিমূলক মামলাগুলোকে দ্রুত আমলে নেয়ার জন্য নতুন ধারা যুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, বৈঠকে তিনটি আইনের খসড়া অনুমোদন হয়েছে: সীমানা পুনর্নির্ধারণ আইন, সিভিল প্রসিডিউর কোর্ট (সিপিসি) আইন এবং সাইবার সুরক্ষা আইন। এর ফলে সিভিল মামলা দ্রুত নিষ্পত্তি হবে।

শিহাব

×