ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান বাণিজ্যিক বিরোধে বাংলাদেশের জন্য নতুন রপ্তানির সুযোগ, জানালেন পিনাকী ভট্টাচার্য

প্রকাশিত: ২২:৪৪, ৩ মে ২০২৫; আপডেট: ২২:৪৫, ৩ মে ২০২৫

ভারত-পাকিস্তান বাণিজ্যিক বিরোধে বাংলাদেশের জন্য নতুন রপ্তানির সুযোগ, জানালেন পিনাকী ভট্টাচার্য

ছবি: সংগৃহীত

লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, ভারত সম্প্রতি পাকিস্তানের ওপর নতুন করে ট্রেড সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রেক্ষিতে পাকিস্তানও ভারত থেকে পণ্য আমদানি বন্ধ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই পরিস্থিতিকে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় একটি রপ্তানি সুযোগ হিসেবে দেখছেন তিনি। পিনাকীর মতে, বাংলাদেশ এখনই পাকিস্তানে ওষুধ ও চা রপ্তানির দিকে গুরুত্ব দিতে পারে, কারণ এই দুই পণ্যই এতদিন ভারত থেকেই বেশি পরিমাণে সরবরাহ করা হতো।

উল্লেখযোগ্য যে, পাকিস্তান বিশ্বের অন্যতম বৃহৎ চা আমদানিকারক দেশ। ২০২১ সালে দেশটি প্রায় ২.২৫৮ মিলিয়ন কেজি চা আমদানি করেছিল, যার বাজারমূল্য ছিল প্রায় ৫৯৬ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, ২০২৩–২৪ অর্থবছরে পাকিস্তান ভারত থেকে প্রায় ১২৯ মিলিয়ন ডলারের ওষুধ আমদানি করে। এসব ওষুধের মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক, পেইনকিলার, ইনসুলিন, ভ্যাকসিন, ক্যান্সার ও হৃদরোগের ওষুধ।

এই প্রসঙ্গে পিনাকী ভট্টাচার্য প্রশ্ন তোলেন, কেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নিয়ে পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে রপ্তানি চুক্তির উদ্যোগ নিচ্ছে না।

তাঁর মন্তব্য, “ওরা তো পাকিস্তানকে ১৯৭১ সালের জন্য মাফ চাওয়াতেই ব্যস্ত।”

এম.কে.

আরো পড়ুন  

×