ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কে পুড়াল চারুকলার ‘ফ্যাসিস্ট প্রতিকৃতি’? সিসিটিভিতে ধরা চেনা মুখ

প্রকাশিত: ১৭:১৯, ১৩ এপ্রিল ২০২৫

কে পুড়াল চারুকলার ‘ফ্যাসিস্ট প্রতিকৃতি’? সিসিটিভিতে ধরা চেনা মুখ

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় নতুন একটি তথ্য বেরিয়ে এসেছে।

রবিবার (১৩ এপ্রিল) এ ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্দেহভাজন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চিহ্নিত করেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়ে দিয়েছে, এটি এখনো প্রাথমিক অনুমান এবং পুরো বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

জানা গেছে, সন্দেহভাজন শিক্ষার্থীটি ঢাবির আরবি বিভাগের ২০২১-২২ সেশনের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আরবী বিভাগের এক শিক্ষার্থীর (‘র’ আদ্যক্ষর) ছবি পেয়েছি। বিষয়টি ভেরিফাই করার চেষ্টা করছি। যদিও তাকে ব্যক্তিগতভাবে চিনতে পারছি না। ছবিটি নিয়ে বিভাগে কাজ চলছে। চেষ্টা করছি বিষয়টি অতি দ্রুত নিশ্চিত করতে।’ 

সহকারী প্রক্টর আরও বলেন, ওই শিক্ষার্থীর জড়িত হওয়ার বিষয়টি সত্যি হলেও হতে পারে। কারণ গত জুলাইয়ে এমন অনেককে দেখেছি যাদেরকে কল্পনাও করতে পারিনি যে, তারা শিক্ষার্থীদের ওপর হামলা করবে।

ঘটনার পরপরই ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে, সন্দেহভাজন শিক্ষার্থীর সহপাঠীরা তাকে সনাক্ত করেছেন বলে দাবি করছেন। আরবি বিভাগের শিক্ষার্থী শরীফ আহমেদ বলেন, “চোখের চশমা, লম্বা চুল ও কালো গেঞ্জি—সব মিলিয়ে ফুটেজ দেখে সবাই একবাক্যে বলছে সে আমাদের ক্লাসের।"

অন্য একজন সহপাঠী নাসির জানান, “ওই শিক্ষার্থী কিছুদিন আগেও একাত্তর হলের সামনে ছাত্রলীগের স্লোগান দিচ্ছিল এবং নিজের ফেসবুক টাইমলাইনেও রাজনৈতিক পোস্ট দিচ্ছিল। কিন্তু ঘটনার পরপরই তার ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভেট করেছে।”

নাসির আরও বলেন, “সে গত জুলাইয়ের ছাত্র হামলার সময়ও জড়িত ছিল। ক্লাস, পরীক্ষা থেকে শুরু করে হলে সে সম্পূর্ণভাবে বয়কটেড। বিভাগ থেকেও তাকে বয়কট করা হয়েছে।”

আশিক

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার