ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

আশুলিয়ায় শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবককে গণধোলাই

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ১৫:১১, ১৭ মার্চ ২০২৫

আশুলিয়ায় শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবককে গণধোলাই

ছ‌বি: সংগৃহীত

আশুলিয়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মিলন নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

অভিযুক্ত মিলন রংপুরের মিঠাপুকুর থানার লালপুকুর গ্রামের খোকা মিয়ার ছেলে। সে আশুলিয়ার আউকপাড়া এলাকার লুৎফর রহমানের বাড়ীর ভাড়াটিয়া।
জানা গেছে, রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় ওই শিশুর মা-বাবা বাসায় না থাকার সুযোগে প্রতিবেশী ভাড়াটিয়া মিলন শিশুটিকে তার ঘরে নিয়ে যায়। এসময় ভুক্তভোগী শিশুটির সঙ্গে মিলন ধর্ষণের চেষ্টা করলে পাশের বাসার লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে গণধোলাই দিয়ে সোপর্দ করে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আবীর

×