
ছবি: সংগৃহীত
ফেলানী হত্যা দিবসে গতকাল মঙ্গলবার ৭ জানুয়ারি) শাহবাগে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন সীমান্তে সংঘটিত প্রত্যেকটি হত্যাকান্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার কথা বলেন। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করা বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদাকে স্বীকৃতি না দেবার একটি পন্থা। এর শুরু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হাইজ্যাক করার মাধ্যমে৷ আমাদের সংকট সীমান্তে নয়, সীমান্তের সংকট স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে জড়িত। এই বাংলাদেশে দিল্লির সেবাদাস আর কোন সরকার আসবে না।
সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে হত্যা ১৫ বছর ধরে আমাদের মনে আগুনের মতো জ্বলেছে। আগামী বছর ৭ জানুয়ারি যেন এখানে দাঁড়াতে না হয়।
JF