ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

আর কোথাও কোনো বৈষম্য সৃষ্টি হতে দেওয়া হবে না: সারজিস

প্রকাশিত: ২১:১০, ৬ ডিসেম্বর ২০২৪

আর কোথাও কোনো বৈষম্য সৃষ্টি হতে দেওয়া হবে না: সারজিস

সারজিস আলম

বিগত ১৬ বছরে ৬৪ জেলার মধ্যে শুধুমাত্র নামের কারণে বেশি বৈষম্যের শিকার হয়েছে বগুড়া জেলা বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। 

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পারিবারিক কাজে বগুড়ায় এলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন সারজিস আলম।

এ সময় সারজিস আলম বলেন, ‘আর কোথাও কোনো বৈষম্য সৃষ্টি হতে দেওয়া হবে না। বৈষম্যবিরোধী আন্দোলনে বগুড়ার ছাত্র-জনতার ভূমিকা অনস্বীকার্য। উত্তরের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি শহীদ ও আহতের সংখ্যা এই বগুড়াতেই।’

ভারতের ‘আগ্রাসী ভাব’ ও মিডিয়ার অপপ্রচারের ব্যাপারে সারজিস বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি উসকানিতে নষ্ট করার চেষ্টা করলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতেও প্রস্তুত। এ ছাড়া, ভারতই নির্ধারণ করবে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হবে।’

ভারত আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে যেভাবে শুষে খেয়েছে, সেই সুযোগ আর দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এই ছাত্রনেতা।

বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোহাম্মদ আলীর বাসায় সারসিজ আলম পারিবারিক সফরে আসেন। সঙ্গে তার বাবা-মা ছিলেন।

ইসরাত

×